পটুয়াখালীর বাউফলে ৪৮ ঘণ্টার ব্যবধানে আব্দুল্লাহ রবি (৫২) নামে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি গ্রামের হোগলা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে থাকা একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এতে সিরাজগঞ্জ সদরের ইটালী গ্রামের বক্স শেখের পুত্র ও ডাকঘর ভেওয়ামারা লেখা রয়েছে। এছাড়া সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্টভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী পদবী লেখা একটি পরিচয়পত্রও পাওয়া গেছে। লাশের পরনে নীল রংয়ের জিন্সপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল।

লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুপুরে শ্যামল চন্দ্র দে নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি। ওই লাশের পকেটে থাকা এনআইডি কার্ডের তথ্যমতে তিনি বরিশালের কাউনিয়া ওয়ার্ডের জীবন চন্দ্র দের ছেলে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, গত ৪৮ ঘণ্টায় নদী ও খাল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে । লাশের পোস্টমর্টেম রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে । সুরতহাল রিপোর্ট ও আত্মীয়দের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক ডিজির এনআইডি ব্লক

দুর্নীতির অভিযোগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে কমিশনের আইটি শাখা এ পদক্ষেপ নিয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চিঠির পরিপ্রেক্ষিতে করা হয়েছে।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এনআইডি বিভাগের সাবেক ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং আরেক জনের এনআইডি ব্লক ও তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান। দুদক জনস্বার্থে এ আবেদন করে।

সালেহ উদ্দিন এনআইডি বিভাগের মহাপরিচালক থাকার সময়ে ফরাসি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে স্মার্ট কার্ড সরবরাহ-সংক্রান্ত বিতর্কিত চুক্তি করেন। প্রতিষ্ঠানটি সময়মতো কার্ড সরবরাহে ব্যর্থ হয়। এর ফলে নির্বাচন কমিশনকে এখনো জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত: ইসি সানাউল্লাহ
  • জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের সাবেক ডিজির এনআইডি ব্লক