সাইফের হামলাকারী শাহরুখের বাড়িতেও নজর রেখেছিল?
Published: 17th, January 2025 GMT
মুম্বাই পুলিশ সন্দেহ করছে যে, সাইফ আলী খানের হামলাকারী কয়েক দিন আগে শাহরুখ খানের বাড়ির উপরে নজর রেখেছিল। সাইফের ওপর হামলার পর, বিষয়টি তদন্তের জন্য পুলিশের একটি দল শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’ পরিদর্শন করেছে। খবর ইন্ডিয়া টুডের।
পুলিশের একটি সূত্র বলেন, “গত ১৪ জানুয়ারি শাহরুখ খানের আবাসিক ভবন মান্নাতের আশেপাশে সন্দেজনকভাবে ঘুরাফেরা করতে দেখা গেছে এক ব্যক্তিকে। মান্নাত সংলগ্ন রিট্রিট হাউজের পেছনের দিকে ৬-৮ ফুট দীর্ঘ লোহার সিঁড়ি ফেলে একজন ব্যক্তি নজরদারির চেষ্টা করেছিল। পুলিশ সন্দেহ করছে, শাহরুখের বাড়ির উপরে নজরদারি করেছে সেই ব্যক্তি সাইফ আলী খানের হামলাকারী।”
শাহরুখের বাসভবন মান্নাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে যে ব্যক্তিকে দেখা যায় তার উচ্চতা, গড়নের সঙ্গে মিল রয়েছে সাইফ আলী খানের বাড়ি থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ওই ব্যক্তির সঙ্গে।
আরো পড়ুন:
রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ: চিকিৎসক
সাইফের ওপরে হামলা, মুখ খুললেন কারিনা
পুলিশের সূত্রটি দাবি করেছে— একজন ব্যক্তি এসব কাজ করতে পারে না। লোহার যে সিঁড়ি মান্নাতের পাশে ব্যবহার করা হয়েছে সেটার ওজন অনেক। সুতরাং একজন মানুষের পক্ষে সেটা ওঠানামা করানো সম্ভব নয়। এ ঘটনার সঙ্গে অন্তত দুই-তিনজন জড়িত।
মান্নাতের উপরে নজরদারির ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করেননি শাহরুখ। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। মান্নাতের পাশে ব্যবহৃত সিঁড়িটি চুরির কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
সাইফ আলী খানের হামলাকারীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহজনক একজনকে আটক করেছে। হামলাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশের ৩৫টি টিম কাজ করছে।
গত ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়। আজ সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। খুব শিগগির হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ঘিরে উত্তেজনা এখন চূড়ান্তে। ২-১ ব্যবধানে সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলেও পঞ্চম ও শেষ টেস্টটি একটি পরিণতির লড়াই হিসেবে সমাসন্ন। তবে ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ এসে আঘাত হেনেছে ইংলিশ ড্রেসিংরুমে। ইনজুরিতে পড়ে সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস।
বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, ওভালে মাঠে নামা হচ্ছে না স্টোকসের। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সমান পারদর্শী স্টোকস ছিলেন দলের ভারসাম্য ধরে রাখার অন্যতম স্তম্ভ। তার অনুপস্থিতি তাই শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি জয়ের প্রত্যয়ের বড় চ্যাপ্টারও হারানো।
এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওলি পোপ। যিনি প্রথমবারের মতো সিরিজ নির্ধারণী ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের।
আরো পড়ুন:
শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ
ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন
স্টোকস ছাড়াও ওভাল টেস্টে দেখা যাবে না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসনকে। চোট ও ফিটনেস ইস্যুর কারণে তারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে।
অবশ্য একাদশে ফিরেছেন দুই পরিচিত মুখ জশ টাঙ ও জেমি ওভারটন। বিশেষ নজর কেড়েছেন গাস অ্যাটকিনসন। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিলেন মাঠের বাইরে। সারে কাউন্টির হয়ে ফের মাঠে ফিরে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের পেস বিভাগে তার উপস্থিতি বাড়াবে গতি ও ধার।
চলতি সিরিজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বেন স্টোকস। চার ম্যাচে তার ঝুলিতে ১৭ উইকেট। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ও ব্যাটে সেঞ্চুরি করে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। লর্ডসেও দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ৭৭, নিয়েছেন আরও পাঁচ উইকেট।
তাই ইংলিশ শিবির শুধু একজন ব্যাটার বা একজন বোলার হারায়নি, তারা হারিয়েছে একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনারকে। স্টোকসের মতো একজন অলরাউন্ডার যিনি প্রয়োজনের সময় ছায়ার মতো আক্রমণে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে গড়েন ম্যাচের ভিত, তার অভাব যে দলকে নাড়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
শেষ ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাঙ।
ঢাকা/আমিনুল