ফ্যান্টম ভি ফোল্ড-টু ফাইভজি ও পকেট গো এআর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস নির্মাণের জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার দেওয়া হয়
বিশ্বসেরা ১০টি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় স্বীকৃতি পেয়েছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। সর্বশেষ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। টানা তৃতীয়বার এমন বিশেষ সম্মাননা পেল ব্র্যান্ডটি।
ফ্যান্টম ভি ফোল্ড-টু ফাইভজি ও পকেট গো এআর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে ব্র্যান্ডটি।
গ্রাহক অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজ্যুমার ইলেকট্রনিকস সবকটি ব্র্যান্ডের উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতিবছর সিইএস পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ এ পুরস্কারকে সারাবিশ্বে কনজ্যুমার ইলেকট্রনিকস শিল্পের অস্কার বলা হয়, যা শুধু ব্র্যান্ড ও পণ্যকেই স্বীকৃতি দেয় না; বরং প্রযুক্তিশিল্পে নতুন মান নির্ধারণ করে।
ইন্টেলিজেন্টস পণ্যের ইকোসিস্টেম তৈরি ব্র্যান্ডটির নেপথ্য সাফল্যের কারণ। উদ্ভাবনা বিশ্বের প্রধান সব বাজার এআই ও উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুততর করতে সহায়তা করে। স্লিক ডিজাইন ও এআই ক্ষমতার মডেলটি বিশেষ উদ্ভাবনের উদাহরণ। আলট্রা-থিন ডিজাইন, ৭.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যাবসায়ী ও সাধারণ বাসিন্দারা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখলকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।
এসব সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীরা পুলিশের কাছে বারবার অভিযোগসহ ধরনা দিয়েও ব্যবসায়ীরা কোন প্রতিকার পাচ্ছে না। ফলে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে সোনারগাঁ পরিবেশক সমিতি, ব্যবসায়ীবৃন্দ ও সোনারগাঁয়ের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সোনারগাঁয়ের চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত পরিবেশক সমিতির সভাপতি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের ঘরে বসে আমাদের গোডাউনের তালা ভেঙ্গে ডাকাতি হয়, আমাদের কর্মীদের মারধর করে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আর যদি কোন ছিনতাই হয়, আমাদের কর্মীদের উপর হামলা হয়। আমরা সকলে মিলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। আর কাউকে ক্ষমা করব না।
সোনারগাঁ থানা অফিসার্স ইনচার্জ মফিজুর রহমানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, তিনি শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন কিন্তু কার্যত কোন পদক্ষেপ নিচ্ছেন না। গড়িমসি করে সময় পার করছেন।
পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছিনতাইকারীদের হামলার ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। তারা আমাদের কর্মীদের উপর চাপাতি, ছুরি, পিস্তল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে। সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।
আমাদের আর কোন উপায় নাই, তাই আমরা এই মানববন্ধন করছি। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেন। এরপর মানববন্ধনটি বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানায় স্মারকলিপি জমা দেয়ার মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হক প্রমুখসহ সোনারগাঁয়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।