লক্ষ্মীপুরে অটোরিকশাকে ড্রাম ট্রাকের চাপা, নিহত ২
Published: 20th, January 2025 GMT
লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আজাদ নামে আরও একজন। এরা সবাই অটোরিকশায় ছিলেন।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মজুচৌধুরীরহাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে। অন্য আহত আজাদ হোসেন চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির ড্রাম ট্রাক সড়কে থাকা অটোরিকশাটিকে চাপা দেয়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্য আরেকজন মারা যায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/লিটন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত