পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের ঘরে ঢুকে তার স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার মধ্যরাতের পর উপজেলার নীলগঞ্জের সলিমপুর গ্রামের মিয়াবাড়িতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে এ ডাকাতি ও হত্যার ঘটনা জানতে পারে এলাকার লোকজন, নিহতের স্বজন ও কলাপাড়া থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা লুট হওয়া মালামালের সঠিক তথ্য জানতে পারেনি।

নিহতের স্বামী আবুল কালাম আজাদ চাকরির কারণে ঢাকায় অবস্থান করছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বোনের স্বামী মো.

শাহ আলম মিয়া জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকেন তিনি। এসময় তাকে খাটের উপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাকাডাকি করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং থানায় খবর দেওয়া হয়।

এ সময় ঘরের আলমারি, ড্রয়ার ভাঙা এবং মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখা যায়। স্থানীয়রা বলছেন, এটি ডাকাতির ঘটনা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সেনাবাহিনীর সাবেক সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের উপর তার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে মৃত পাওয়া গেছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ