ঢাকা ও সিলেট পর্বে রানবন্যা হলেও চট্টগ্রাম পর্বে রানের গতি কিছুটা হলেও কমে এসেছে। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হাতে উইকেট রেখেও হাত খুলে খেলতে পারল না স্বাগতিক চিটাগং কিংস। ফলে ঢাকার সামনে বড় টাইর্গেট দিতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে।

আগের ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে চমক দেখিয়েছিলেন নাঈম ইসলাম। বিপিএলে প্রায় এক যুগ পর হাফ সেঞ্চুরি তুলে দলকে জেতানোর পাশাপাশি হয়েছিলেন ম্যাচসেরা। তবে ঢাকার বিপক্ষে সেই ফর্মটা ধরে রাখতে পারেননি চিটাগংয়ের এই অভিজ্ঞ ব্যাটার। 

ঢাকার বিপক্ষে শুরুটা ধীরস্থিরই করেছিলেন নাঈম ও আফগান ওপেনার জুবায়েদ আকবরি। দুজনে গড়েন ৪০ রানের জুটি। তবে অষ্টম ওভারে প্রথম আঘাত হানেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টার্ন করে নিচু হয়ে আসা ডেলিভারিতে আকবরিকে বোল্ড করেন তিনি। ১৯ বলে ২৩ রান করে স্টাম্প হারান এই আফগান ওপেনার।  

প্রথম উইকেট হারানোর পর নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চিটাগং। তবে ১৩তম ওভারে টানা দুটি উইকেট হারায় তারা। ১৯ বলে ১৮ রান করা ক্লার্ক অপু’র ফ্লাইট ডেলিভারিতে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন। তার ঠিক পরের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন হুসাইন তালাত। পাকিস্তানের এই অলরাউন্ডার দুই বলে মাত্র ২ রান করেন।  

১৪তম ওভারে দলের বড় ভরসা নাঈম ইসলামও বিদায় নেন। মোসাদ্দেক হোসেন সৈকতের অফ স্টাম্প লক্ষ্য করে করা ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন নাঈম। ৪০ বলে ৪৪ রান করে আউট হন তিনি।  নাঈমের বিদায়ের পর ১৪.

২ ওভারে দলীয় শতরানে পৌঁছায় চিটাগং।

এদিন মারকুটে ব্যাটিং করতে পারেননি শামিম হোসেনও। ১৬ বলে ১৫ রান করে বেটনের শিকারে পরিণত হন তিনি। পাকিস্তানি রিক্রুট হায়দার আলিও ১১ বলে ১৬ রান করে মেহেদী রানার শিকারে পরিণত হন। শেষদিকে অধিনায়ক মিঠুন ৮ বলে ১২ এবং খালেদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার পক্ষে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাজমুলও। এহারা ১টি করে উইকেট শিকার করেন বেটন এবং মেহেদী রানাও। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান

ঢাকা-৮ আসনে দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। তিনি বলেন, “ভোটের অধিকার জনগণের পবিত্র আমানত, এটি সচেতনভাবে প্রয়োগ করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক-এর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

গণসংযোগের শুরুতে ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা হয়। 

সেখানে আকবর খান বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে অবিলম্বে ভোটের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গত কয়েকটি জাতীয় নির্বাচনে—২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—ঢাকা-৮ আসনের বহু নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যে তরুণের এখন বয়স ২৫ বা ২৬, তারা কখনো ভোট দিতে পারেনি, ভোট কী তা জানে না- এটি গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরো বলেন, “গত ১৬-১৭ বছর ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের নেতা সাইফুল হক জনগণের ভোটাধিকারের আন্দোলনে রাজপথে সংগ্রাম করে আসছেন। এর জন্য জেল-জুলুম, নির্যাতন সহ্য করেও তিনি থেমে থাকেননি। ভোটাধিকার গণমানুষের দীর্ঘ লড়াই ও ত্যাগের ফসল। এই অধিকার ভুল ব্যক্তিকে নির্বাচিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।”

আকবর খান বলেন, “জননেতা সাইফুল হক গণমানুষের পরীক্ষিত নেতা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জনগণ যেন তাকে ভোট দিয়ে নিজেদের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার কথা ও দীর্ঘ বঞ্চনার ইতিহাস সংসদে তুলে ধরার সুযোগ করে দেন- এটাই আমাদের আহ্বান।”

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে শুরু হয়ে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, কালভার্ট রোড হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কবি জামাল সিকদার, ফাইজুর রহমান মুনির, বাবর চৌধুরী, মহানগর নেতা যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, রিয়েল মাতবর, আরিফুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, গোলাম রাজিব, মাহমুদুল হাসান খান, ফয়েজ ইবনে জাফর, নান্টু দাস, শিবু মহন্ত ও হুমায়ুন কবির প্রমুখ।

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
  • দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান