পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
Published: 17th, September 2025 GMT
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা
দীর্ঘ এক যুগ পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত পাঁচটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসীন হতে অনেকে ইতিমধ্যেই লবিং-তদবির শুরু করেছেন।
জানা গেছে, ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে নড়েচড়ে বসেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহাম্মুদ।
তারা যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়েই নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের সক্রিয় নেতাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আগ্রহী নেতাকর্মীরাও তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছেন।
আরও জানাগেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কুতুবপুর ও কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।
আর সেই নতুন কমিটিতে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে রাজপথের ত্যাগী ও নির্যাতিত এবং পরিক্ষীত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে। আর সেই কমিটিতে ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের স্থান হবে না।
এ প্রসঙ্গে আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহাম্মুদ বলেন, “গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ভাই আমাদের আগামী ১০দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী পাঁচ ইউনিয়নে কমিটি গঠন করা হবে।”
তারা আরও বলেন,“স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গত ১৬ বছরে যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন-সংগ্রামে হামলা, মামলা, জেল-নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ত্যাগী নেতাকর্মীদের দিয়েই নতুন কমিটি গঠন করা হবে।
আমাদের লক্ষ্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের এই কমিটিতে কোনো স্থান দেওয়া হবে না।”