সরকারের সঙ্গে সমঝোতা আলোচনা বাতিল করলেন ইমরান খান
Published: 23rd, January 2025 GMT
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে সমঝোতার আলোচনা বাতিল করেছেন। দুর্নীতির অভিযোগে আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইমরানের দল পিটিআইয়ের চেয়ারম্যান এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ এশীয় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর লক্ষ্যে ৭২ বছর বয়সী ইমরান গত বছরের শেষের দিকে আলোচনা শুরু করেছিলেন। আর্থিক অনিয়মের দিক থেকে খানের বিরুদ্ধে আসা জমি দুর্নীতির মামলাটিই সবচেয়ে বড় ছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, একজন আবাসিক ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ারি বিনিময়ে খান এবং তার স্ত্রী প্রতিষ্ঠিত একটি কল্যাণ প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছিল।
কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পরে দলের চেয়ারম্যান গোহর খান বলেছেন, “ইমরান খান আলোচনা বাতিল করেছেন।”
তিনি জানান, গত সপ্তাহে সরকারকে দেওয়া দাবি পূরণের জন্য সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইমরান খান তার সিদ্ধান্ত জানিয়েছেন।
পিটিআইয়ের দাবি ছিল, ২০২৩ সালের আগস্টে ইমরানের গ্রেপ্তারের ঘটনা এবং তার সমর্থকরা সামরিক অফিস ও স্থাপনায় ভাঙচুর করলে যে প্রতিবাদ সমাবেশ হয়, তার তদন্তের জন্য দুটি বিচার বিভাগীয় কমিশন গঠন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন খ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।