এবার রংপুরে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পঞ্চম ‘ডিজিটাল বুথ’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুরের প্রাণকেন্দ্র পায়রা চত্তরে পেপার প্যালেস টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেখে শুনে বিনিয়োগ করার দিক নির্দেশনা দেন। এছাড়াও রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথে নতুন বিও হিসাব খোলা, মার্জিন লোনের উপর বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। 

পাশাপাশি, মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে শেয়ার ক্রয়-বিক্রয় করা, মার্জিন ঋণ সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন পরিপালন ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধার তথ্য তুলে ধরেন। 

একই সঙ্গে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে লোভ সংবরণ করে ধৈর্য্য ধারণ করে শেয়ার কেনা-বেচার পরামর্শ দেন।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং আয়ুর্বেদ এবং ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মো.

দবির উদ্দিন বর্তমান পুঁজিবাজারের উপর বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রাকিবুল হাসান রাকিব, রংপুরে নতুন ডিজিটাল বুথের ইনচার্জ মো. মিনহাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ নভেম্বর সিলেট নগরীর চৌহাট্টায় আরএন টাওয়ারের ষষ্ঠ তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চতুর্থ ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়।

ঢাকা/এনটি/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ