মাইজভাণ্ডার ওরশে লাখো ভক্তের মিলনমেলা
Published: 24th, January 2025 GMT
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশ্বখ্যাত মাইজভান্ডার দরবার শরীফে ১১৯তম বার্ষিক ওরশ মাহফিল শুরু হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ওরশের প্রধান দিবসে সারাদেশে থেকে আসা লাখ লাখ ভক্ত অনুরাগিদের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো দরবারশরীফ।
উপমহাদেশের অন্যতম সুফী পীঠস্থান মাইজভাণ্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউছুলআজম মাইজভাণ্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.
জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার সমস্ত ভেদাভেদ ভুলে আত্মিক শুদ্ধি ও শান্তি প্রত্যাশী দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্ত প্রতি বছর মাইজভাণ্ডার শরীফের সর্বপ্রধান ও সর্ববৃহৎ এই ওরশ শরীফকে উপলক্ষ্য করে সমবেত হয় দরবারে।
প্রতি বছরের মতো গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন আঞজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর সার্বিক ব্যবস্থাপানায় এ বছরও ওরশ শরীফ উপলক্ষে নানাবিধ ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) রওজা শরীফে গিলাফ চড়ানো, গোলাপ নির্বারণী, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ এশা ‘মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদ’-এর উদ্যোগে জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১০ মাঘ প্রধান দিবসে দিনব্যাপী কোরআনখানি ও জিকির দুপুর ১২ টায় মাইজভাণ্ডার শাহী ময়দানে কেন্দ্রীয় জুমার জামাত, বাদ এশা গাউছিয়া আহমদিয়া ভবন ময়দানে ‘শানে বেলায়েত মাহফিল’, রাত ১১ টায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) দোয়ার মেহরাব হতে মিলাদুন্নবী, তাওয়াল্লাদে গাউছিয়া ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে উপস্থিত জায়েরীনদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্ত হবে।
ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়কারী নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বলেন, “ওরশ শরীফ উপলক্ষে আগত আশেক ভক্তদের জন্য ইতোমধ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের পক্ষ হতে নির্বিঘ্নে যানবাহন চলাচল, পার্কিং, বৈঠক, নিরাপত্তা, স্যানিটেশন, আপ্যায়নসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি দরবারের পক্ষ হতে শত শত স্বেচ্ছাসেবকদের দল ওরশ শরীফের সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পাদন করার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ওরশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন হতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দরবারের আওলাদদের সাথে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ঢাকা/রেজাউল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত হয় ছ দরব র
এছাড়াও পড়ুন:
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।