সাবেক চার মন্ত্রীসহ ১০ জন ভিন্ন মামলায় গ্রেপ্তার
Published: 27th, January 2025 GMT
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী, তিন সাংবাদিক এবং সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান ওই ১০ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন।
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক চার মন্ত্রী হলেন—আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলক; তিন সাংবাদিক হলেন—সাকিল আহমেদ, ফারজানা রুপা ও মো.
আজ সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারীকে গুলি করে হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে এবং সাংবাদিক ফারজানা রুপা ও সাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমানকে এবং যাত্রাবাড়ী থানার অপর তিন মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাশকে হত্যার চেষ্টার মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসানকে, যাত্রাবাড়ী থানার তিনটি ও সূত্রাপুর থানার একটি মামলায় আনিসুল হককে, যাত্রাবাড়ী থানার অপর এক মামলায় জুনাইদ আহমেদ পলককে এবং কাফরুল থানার মামলায় সহকারী পুলিশ সুপার ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মন ত র আহম দ
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা