চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Published: 27th, January 2025 GMT
ঝালকাঠির নলছিটিতে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরবপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম আউয়াল (৪০) ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা এলাকার মৃত এলাল উদ্দিন হাওলাদারের ছেলে। নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আউয়ালকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে আদালতে পাঠানো হবে।’’
ঢাকা/অলোক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা