Samakal:
2025-09-17@21:56:06 GMT

অস্কারেও কথাসাহিত্যের জয়জয়কার

Published: 30th, January 2025 GMT

অস্কারেও কথাসাহিত্যের জয়জয়কার

একাডেমি পুরস্কার বা অস্কারে কথাসাহিত্যের বেশ কয়েকটি চলচ্চিত্ররূপ মনোনয়ন পেয়েছে। গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘উইকেড’ এবং ‘আ কমপ্লিট আননোন’ অন্যতম।
বরিস র‍্যাজনের উপন্যাস ‘ইকোউট’-এর ওপর ভিত্তি করে নির্মিত জ্যাক অডিয়ার্ডের অপেরা গীতিনাট্য ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রটি ১৩টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে। এর মধ্যে সেরা ছবি, সেরা অভিনেত্রী (কার্লা সোফিয়া গ্যাসকন), সেরা পার্শ্ব-অভিনেত্রী (জো সালদানা) এবং সেরা পরিচালকের (অডিয়ার্ড) মনোনয়ন রয়েছে। ছবিটির ১৩টি মনোনয়ন কোনো বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য সর্বাধিক এবং গ্যাসকন হলেন প্রথম ট্রান্সজেন্ডার অভিনয়শিল্পী, যিনি অস্কার মনোনয়ন পেয়েছেন। এর আগে এই সিনেমা গোল্ডেন গ্লোভ পুরস্কারে সেরা মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র এবং ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। 
গত বছর ‘বার্বি’র পর গ্রেগরি ম্যাগুয়ারের ‘উইকেড: দ্য লাইফ অ্যান্ড টাইমস অব দ্য উইকেড উইচ অব দ্য ওয়েস্ট’-এর ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘উইকেড’ ১০টি মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেত্রী (সিনথিয়া এরিভো) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (আরিয়ানা গ্রান্দে) মনোনয়ন। ছবিটি সিনেমাটিক এবং বক্স অফিস সাফল্যের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে। এলিজা ওয়ার্ল্ডের ‘ডিলান গোজ ইলেকট্রিক! নিউপোর্ট, সিগার, ডিলান অ্যান্ড দ্য নাইট দ্যাট স্প্লিট দ্য সিক্সটিজ’ গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মিত ‘আ কমপ্লিট আননোন’ আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা (টিমোথি চালামেট), সেরা পার্শ্ব-অভিনেতা (এডওয়ার্ড নর্টন) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (মনিকা বারবারো) মনোনয়ন।
রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘কনক্লেভ’ সেরা ছবি, সেরা অভিনেতা (রাল্ফ ফিয়েনেস) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীসহ (ইসাবেলা রোসেলিনি) আটটি মনোনয়ন পেয়েছে। এর আগে চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে (পিটার স্ট্রাঘান)। 
এ ছাড়া ফ্র্যাঙ্ক হারবার্টের ডুন-এর ওপর ভিত্তি করে ‘ডুন: পার্ট টু’; ব্রাম স্টোকারের ড্রাকুলা দ্বারা অনুপ্রাণিত ‘নসফেরাতু’; মার্সেলো রুবেন্স পাইভার স্মৃতিকথা অবলম্বনে ‘আই অ্যাম স্টিল হিয়ার’; পিটার ব্রাউনের ‘মিডলক্লাস’ উপন্যাস অবলম্বনে ‘দ্য ওয়াইল্ড রোবট’ এবং কলসন হোয়াইটহেডের উপন্যাস ‘দ্য নিকেল বয়েজ’-এর চলচ্চিত্র রূপান্তর ‘নিকেল বয়েজ’ একাধিক মনোনয়ন পেয়েছে।
২ মার্চ টেলিভিশনে প্রচারিত জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ওপর ভ ত ত চলচ চ ত র উপন য স উইক ড

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ