পাবনা সদরের মালিগাছায় মাসিক ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তামিম ট্রাভেলসের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি পাবনা-ঈশ্বরদী রুটে চলাচল করত। এ ঘটনায় পাবনা সদর থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তামিম ট্রাভেলসের মালিক এনামুল হক।
অভিযোগপত্রে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- সত্যি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস। অন্যজন ঘরনাগড়া গ্রামের শামসুল হকের ছেলে লিটন হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এনামুল হকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন রানু বিশ্বাস। এ সময় চাঁদা না দিলে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পর শনিবার ভোররাতে মোটরসাইকেলে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে রাখা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তামিম ট্রাভেলসের মালিক এনামুল হক বলেন, রানু বিশ্বাসের নেতৃত্বে আমার বাসটি পোড়ানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে রানু বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে