কুবির নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী জুনে
Published: 16th, August 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী বছরের জুন মাসে। এরইমধ্যে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
২০২১ সালের ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী একই বছরের নভেম্বরে ভূমি উন্নয়ন ও ভৌত কাজ শুরু হয়। প্রথম মেয়াদে ২০২৩ সালের জুন পর্যন্ত কাজ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ না হওয়ায় আবারো ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে সেনাবাহিনীর ওই ইউনিট। এ বিষয়ে আগামী ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এস.
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, নতুন ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ও ভিসি বাংলোর কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। তিনটি একাডেমিক ভবনের ৭০ শতাংশ এবং একটি ভবনের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। চারটি আবাসিক হলের মধ্যে একটি ৯০ শতাংশ এবং বাকি তিনটির গড়ে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, “২০২৬ সালের জুন-জুলাই মাসে আমাদের নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। প্রথমে চারটি আবাসিক হল এবং চারটি একাডেমিক ভবন চালু করা হবে। আর দশ মাস সময় আছে; এর মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হবে বলে আশা করছি।”
নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়তন দাঁড়াবে ২৪৪ দশমিক ১৯ একর।
ঢাকা/ এমদাদুল হক/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নত ন ক য ম প স র
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫