কুবির নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী জুনে
Published: 16th, August 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী বছরের জুন মাসে। এরইমধ্যে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
২০২১ সালের ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী একই বছরের নভেম্বরে ভূমি উন্নয়ন ও ভৌত কাজ শুরু হয়। প্রথম মেয়াদে ২০২৩ সালের জুন পর্যন্ত কাজ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ না হওয়ায় আবারো ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে সেনাবাহিনীর ওই ইউনিট। এ বিষয়ে আগামী ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এস.
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, নতুন ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ও ভিসি বাংলোর কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। তিনটি একাডেমিক ভবনের ৭০ শতাংশ এবং একটি ভবনের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। চারটি আবাসিক হলের মধ্যে একটি ৯০ শতাংশ এবং বাকি তিনটির গড়ে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, “২০২৬ সালের জুন-জুলাই মাসে আমাদের নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। প্রথমে চারটি আবাসিক হল এবং চারটি একাডেমিক ভবন চালু করা হবে। আর দশ মাস সময় আছে; এর মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হবে বলে আশা করছি।”
নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়তন দাঁড়াবে ২৪৪ দশমিক ১৯ একর।
ঢাকা/ এমদাদুল হক/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নত ন ক য ম প স র
এছাড়াও পড়ুন:
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
২০২৬ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।
যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, যেমনটা ধারণা করা হচ্ছে; তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের ছুটিতে পবিত্র রমজানের ৩০তম দিনটি যুক্ত হবে। ফলে দেশটির বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।
আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। ঈদের নামাজ দিয়ে এদিনের সূচনা হয়। এরপর দেশে–বিদেশে পরিবার–পরিজন নিয়ে সময় কাটানো, দান–খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।
যদি পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যায়, তবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের দিন শুক্রবার, ২০ মার্চ ২০২৬ হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।