ইতিমধ্যে থ্রিলার নির্মাতা হিসেবে দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। রোমান্টিক কাজ বরাবরই কম করেন তিনি। এই বছর ভালোবাসা দিবসে ‘নীল সুখ’ নামে ভালোসার ওয়েব চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি।
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব চলচ্চিত্রটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই নির্মাতা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করলেন তিনি।
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২).উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ম য় ন আহম দ
এছাড়াও পড়ুন:
রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান
তরুণ রক শিল্পীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে রকসল্ট। ব্যান্ডটি পথচলার প্রথম মাসেই ‘নিষ্পত্তি’ নামে নিজেদের প্রথম গান প্রকাশ করেছে। গানটি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে এসেছে। অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।
আরও পড়ুনবর্ষায় বাড়ছে কনসার্ট১৯ জুলাই ২০২৫রকসল্ট গানটি উৎসর্গ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে। ২৭ আগস্ট গানটি প্রকাশের কথা থাকলেও সেদিন রাতুলের মৃত্যুতে গানটির প্রকাশ স্থগিত করা হয়। ব্যান্ডটির বেজ গিটারিস্ট রাজীব প্রথম আলোকে বলেন, ‘কেইজ–এর পুরো জার্নিতে রাতুল আমাদের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে প্রায় প্রতিদিন সাউন্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আড্ডা ও পরামর্শ হয়েছে। মৃত্যুর দুদিন আগে ২৫ জুলাই আমরা একসঙ্গে গানটি শুনেছি। তাঁর এই আকস্মিক মৃত্যুর ট্রমা আমরা কাটিয়ে উঠতে পারছি না। গানটি তাঁর স্মৃতিতে উৎসর্গ করছি। তিনি যেখানেই আছেন যেন ভালো থাকেন।’
রকসল্ট ব্যান্ডের সদস্যরা