আর মাত্র কয়েকদিন। এরপরই পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। যেখানে র‌্যাংকিংয়ের সেরা আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। এই লড়াইয়ে সামিল আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও। যারা রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড।

২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপর ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর ২৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়োজক পাকিস্তান।

এবার চলুন জেনে নেওয়া যাক এসব ম্যাচে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন কারা।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতে যেসব ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সৈকত

টানা দুই জয়ে ফাইনালে নিউ জিল্যান্ড

বাংলাদেশ-ভারত:
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।

বাংলাদেশ-নিউ জিল্যান্ড:
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচে মাঠে দায়িত্ব পালন করবেন আহসান রাজা ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রড টাকার। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

বাংলাদেশ-পাকিস্তান:
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও অ্যান্ড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল। আর চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম প য় র র দ য় ত ব

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ