অধ্যায় ২

১০৯. নিচের কোনটি Googleplex–এর উদাহরণ?

ক. LAN খ. CAN

গ. MAN ঘ. WAN

১১০. পৃথিবীর সবচেয়ে বড় WAN–এর উদাহরণ কোনটি?

ক. amazon খ. ebay

গ. Microsof ঘ. Internet

১১১. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাকে কী বলে?

ক. মডুলেশন খ. ডিমডুলেশন

গ. এনকোডিং ঘ. ডিকোডিং

আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ৪ ঘণ্টা আগে

১১২.

ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর করাকে কী বলে?

ক. মডুলেশন খ. ডিমডুলেশন

গ. এনকোডিং ঘ. ডিকোডিং

১১৩. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য—

i. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার ii. সফটওয়্যার রিসোর্স শেয়ার

iii. একের অধিক কম্পিউটারের সংযোগ সাধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৪. MODEM–এর পূর্ণরূপ কী?

ক. Modulation Demodulation খ. Modulator Demodulator

গ. Mode of Modulation ঘ. Demodulator Modulator

১১৫. MAC অ্যাড্রেস কী?

ক. NIC–এর ক্রমিক নম্বর খ. ROM–এর ক্রমিক নম্বর

গ. IP–এর ক্রমিক নম্বর ঘ. HUB–এর ক্রমিক নম্বর

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা১৫ ফেব্রুয়ারি ২০২৫

১১৬. NIC–এর পূর্ণরূপ কী?

ক. Network Interchange Card খ. Network Interface Card

গ. Network Identity Card ঘ. Network Information Card

১১৭. সুইচের ক্ষেত্রে প্রযোজ্য—

i. একাধিক LAN তৈরি করা সম্ভব ii. নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়

iii. পোর্টের সংখ্যা 8, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৮. ISP–এর পূর্ণরূপ কী?

ক. Internet Service Package খ. Internet Service Protocol

গ. Internet Service Provider ঘ. Internet System Protocol

*সঠিক উত্তর

অধ্যায় ২: ১০৯. খ ১১০. ঘ ১১১. খ ১১২. ক ১১৩. ঘ ১১৪. খ ১১৫. ক ১১৬. খ ১১৭. গ ১১৮. গ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।

রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’

বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’

মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা