নান্দাইলে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ময়মনসিংহ সদর উত্তর জেলার আহ্বায়ক কমিটি গত ১৩ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা বিএনপির ১১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এ কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী এবং সদস্য সচিব এনামুল কাদির। এ ছাড়া ২০ জনকে যুগ্ম আহ্বায়ক, তিনজনকে সম্মানিত সদস্য ও অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।
একই দিন সাবেক মেয়র এ কে এম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভূঁইয়া মনিরকে সদস্য সচিব করে ৮১ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত চিঠিতে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ক্ষোভ থেকেই গত ১৫ ফেব্রুয়ারি কমিটি বাতিলের দাবিতে মোটরসাইকেল মিছিল বের করেন তারা। গতকাল রোববার দুপুরেও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা অবৈধ কমিটি মানি না মানব না, টাকার কমিটি মানি না মানব না, আওয়ামী লীগের কমিটি মানি না মানব না’ বলে স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করেন। পরে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে মোটরযান শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর যারা আওয়ামী দুঃশাসনে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, ঘোষিত কমিটিতে তাদের রাখা হয়নি। রাখা হয়েছে তাদের, যাদের বিগত সরকারি দলের নেতাকর্মীর সঙ্গে সখ্য ছিল। তাই এ কমিটির বাতিল চান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব এনামুল কাদির বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান অনেক যাচাই-বাছাই করে ত্যাগী এবং পরীক্ষিতদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কেউ না মানলেও কিছু করার নেই।’
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম জানান, যাদের কমিটিতে রাখা হয়েছে, তারা যোগ্য বলেই রাখা হয়েছে। এর পরও যদি সমস্যা থেকে থাকে,  তারা বলুক কে কে অযোগ্য, পরে তাদের বাদ দেওয়ার চেষ্টা করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ত কর ম র র কম ট সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড নিক্ষেপ

গাজীপুরের টঙ্গীতে ব‌কেয়া বেতন ও ঈদ বোনা‌সের দা‌বি‌তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ ঘটনায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করেছে। 

বুধবার সকাল ৯টার থেকে গাজীপুরা এলাকার সৃজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কয়েক'শ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শিল্প পুলিশ-২ এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কয়েক দফা চেষ্টা করেও শ্রমিকদের সরাতে ব্যর্থ হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং গরম পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভরত শ্রমিক শি‌ল্পি আক্তার বলেন, ঈদের আগে আমাদের অর্ধেক বেতন আর অর্ধেক বোনাস দিয়ে কারখানা ছুটি দেয়। বলা হয়েছিল, ঈদের পরেই বাকী টাকা পরিশোধ হবে। কিন্তু এখনও কিছুই পাইনি। বাড়িওয়ালা তো আশ্বাসে ভাড়া নেয় না, দোকানও বাকির টাকা চায়। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, আমরা কোথায় যাবো?

আরেক শ্রমিক রহমত বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বসে ছিলাম। কিন্তু হঠাৎ আমাদের ওপর গরম পানি ছুড়ে দেওয়া হলো। এভাবে কি শ্রমিকের ন্যায্য দাবি দমন করা যায়?

শ্রমিকদের দাবি, কারখানার মালিক পক্ষ গত ২০ এপ্রিল কিছু বোনাস পরিশোধ করলেও ২৮ এপ্রিলের মধ্যে পুরো বেতন দেওয়ার প্রতিশ্রুতি রাখেনি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

গাজীপুর শিল্প পুলিশ–২ এর অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গান-কবিতায় ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ
  • ২৩৮ বছরে কী পেল আর কী পেল না ময়মনসিংহ জেলা
  • হাড়ভাঙা পরিশ্রমে পুরুষের অর্ধেকের কম বেতন নারীর
  • ময়মনসিংহে সাহিত্য আড্ডার স্থানসহ নানা স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
  • ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দিল প্রশাসন, সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ
  • ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দিল প্রশাসন
  • যেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ
  • বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
  • টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
  • টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড নিক্ষেপ