জীববিজ্ঞান ২য় পত্র: অধ্যায় ৫—বহুনির্বাচনি প্রশ্ন: এসএসসি পরীক্ষা-২০২৫
Published: 17th, February 2025 GMT
অধ্যায় ৫
৪০. অক্সিহিমোগ্লোবিনের সংকেত কোনটি?
ক. Hb4O2 খ. 4HbO2
গ. H4bO ঘ. 4Hb2O2
৪১. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?
ক. ২৭% খ. ৩০%
গ. ৩৩% ঘ. ৩৭%
৪২. মানবদেহের বেশির ভাগ CO2 কোনটির মাধ্যমে বাহিত হয়?
ক. শ্বেত রক্তকণিকা খ. অণুচক্রিকা
গ. রক্তরস ঘ. লোহিত রক্তকণিকা
৪৩. কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল-ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?
ক.
গ. ইউরোবিলিন ঘ. হিমোগ্লোবিন
৪৪. কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?
ক. হিমোগ্লোবিন খ. মায়োগ্লোবিন
গ. হেপারিন ঘ. বিলিরুবিন
৪৫. মানব দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কী?
ক. ম্যাক্সিলারি খ. ফ্রন্টাল
গ. স্ফেনয়েড ঘ. এথময়েড
৪৬. কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়?
ক. ফ্রন্টাল খ. ম্যাক্সিলারি
গ. এথময়ডাল ঘ. স্ফেনয়েডাল
৪৭. ওটিটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় ঘটে?
ক. ফুসফুসে খ. নাকে
গ. মধ্য কর্ণে ঘ. বৃক্কে
৪৮. আমাদের মুখমণ্ডল ও মস্তিষ্কের ভেতরের বায়ুকুঠুরিকে কী বলে?
ক. অ্যালভিওলি খ. ট্রাকিয়া
গ. সাইনাস ঘ. ব্রঙ্কিওল
৪৯. কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে?
ক. ব্রঙ্কাইটিস খ. এমফাইসেমা
গ. প্লুরোসি ঘ. নিউমোনিয়া
৫০. ফুসফুসের প্রদাহকে কী বলা হয়?
ক. ওটিটিস মিডিয়া খ. সাইনুসাইটিস
গ. ব্রঙ্কাইটিস ঘ. এমফাইসেমা
৫১. ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কীরূপ?
ক. লালচে খ. কালচে
গ. নীলচে ঘ. সাদাটে
সঠিক উত্তর: অধ্যায় ৫: ৪০. খ ৪১. গ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. ঘ ৫১. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১১ ঘণ্টা আগেআরও পড়ুনএকাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ৮ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: স ইন স
এছাড়াও পড়ুন:
ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট