বড় ধরনের প্রবৃদ্ধিসহ রেকর্ড নিট মুনাফা এবং লভ্যাংশ ঘোষণার পরও মোবাইল অপারেটর কোম্পানি রবির শেয়ারদর না বেড়ে উল্টো কমেছে। অন্যদিকে রুগ্‌ণ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং বন্ধ থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিল কোম্পানির দর সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ারদর ১০ পয়সা কমে সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সায় কেনাবেচা হয়েছে। সাড়ে ৩২ কোটি টাকার লেনদেন নিয়ে ছিল লেনদেন তালিকার দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। অন্যদিকে পৌনে ১০ শতাংশ দর বেড়ে ওয়েস্টার্ন মেরিনের শেয়ার সর্বশেষ ১০ টাকা ১০ পয়সায় এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের দর সাড়ে ৯ শতাংশ বেড়ে ১২ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়েছে।

লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টায় সোমবারের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেড়ে ৩০ টাকা ৮০ পয়সায় রবির শেয়ার কেনাবেচা শুরু হয়, যা ছিল সোমবারের তুলনায় পৌনে ৫ শতাংশ বেশি। লেনদেনের প্রথম ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত বিক্রির চাপের তুলনায় ক্রেতাদের আগ্রহও বেশি ছিল। তবে শুরুর ওই দরে আর ফেরেনি শেয়ারটি। বরং লেনদেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির চাপ বৃদ্ধি পেলে দর কমতে থাকে। লেনদেনের দ্বিতীয়ার্ধে  ছোট ছোট অঙ্কের শেয়ার ক্রয় বেশি হলেও তুলনামূলক বড় অঙ্কের শেয়ার বিক্রি বেশি দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রোকারেজ হাউসের এমডি সমকালকে বলেন, গত বছর রবি ভালো মুনাফা করেছে, ভালো লভ্যাংশও ঘোষণা করবে– এমন গুঞ্জন গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল। এ কারণে রবির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল, কয়েক সপ্তাহ ধরে শেয়ারটি লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় ছিল। সোমবারের লভ্যাংশ ঘোষণার মধ্য দিয়ে আগের ধারণা সত্যি হয়েছে। তবে এর প্রতিফলন শেয়ারদরে নেই। 

পর্যালোচনায় দেখা গেছে, গত নভেম্বরের শুরুতে রবির শেয়ার ২৩ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩০ টাকায় উঠেছিল। গতকাল সাকল্যে ১ কোটি ৮ লাখের বেশি শেয়ার কেনাবেচা হয়েছে, যার বাজারমূল্য ছিল সাড়ে ৩২ কোটি টাকা। এ লেনদেনে গত আগস্টের পর সর্বোচ্চ।
এদিকে গতকাল বেশির ভাগ কোম্পানি শেয়ার দর হারিয়েছে। ১৮ মেয়াদি মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ছয়টির দর কমলেও ১১৭ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৯২টির দর কমেছে। এতে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট হারিয়ে ৫২০৩ পয়েন্টে নেমেছে। টাকার অঙ্কে লেনদেন ১৫৬ কোটি টাকা বেড়ে ৫৯৯ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত ৬ নভেম্বর বা প্রায় সাড়ে তিন মাসের সর্বোচ্চ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র পয়স য়

এছাড়াও পড়ুন:

ডিজনি র‍্যাশ কী, হলে কী করবেন

ডিজনি র‍্যাশ বিষয়টি আমাদের অচেনা। এটি মূলত ত্বকের একধরনের সমস্যা। সাধারণত কেউ গরম আবহাওয়ায় দীর্ঘসময় থাকলে এই র‍্যাশ দেখা যায়। বিদেশে ডিজনি ওয়ার্ল্ডের মতো থিম পার্কে গরম আবহাওয়ায় দীর্ঘ সময় থাকার পর অনেকের ত্বকে এ ধরনের র‍্যাশ দেখা দেয়। আর সেখান থেকেই এসেছে ডিজনি র‍্যাশ।

ডিজনি র‍্যাশ দেখতে কেমন

এ ধরনের র‍্যাশ পায়ের নিচের দিকের অংশে, যেমন গোড়ালি বা তার কাছাকাছি জায়গায় হয়। দেখতে ছোট ছোট লাল দাগ বা ফুসকুড়ির মতো। এই র‍্যাশ চুলকায়ও। অনেক সময় জ্বালাপোড়া, ফোলা ভাব বা ব্যথা থাকে। গরমে রক্তনালির প্রদাহ বা ভাস্কুলাইটিস হয়ে এ রকম হয়ে যায়।

কারা বেশি আক্রান্ত হয়

তীব্র গরমে বেশিক্ষণ থাকলে, বিশেষ করে যাঁরা গরম আবহাওয়ায় অভ্যস্ত নন, তাঁদের এটি হওয়ার আশঙ্কা বেশি। বয়স্কদের এই র‍্যাশ বেশি হয়। যাঁরা দীর্ঘক্ষণ হাঁটেন বা দাঁড়িয়ে থাকেন, তাঁদের এটি হতে দেখা যায়। যেমন যাঁরা অনেক ঘোরাঘুরি করেন, তাঁদেরও হতে পারে। যাঁরা আঁটসাঁট প্যান্ট বা মোজা পরেন, তাঁদেরও এটি বেশি হতে দেখা যায়।

আরও পড়ুনজ্বরের সঙ্গে র‍্যাশ মানেই কি ডেঙ্গু১২ সেপ্টেম্বর ২০২৩চিকিৎসা ও প্রতিরোধ

প্রথমত, গরম আবহাওয়ায় দীর্ঘ সময় থাকা যাবে না। এ রকম পরিবেশে গেলে ঠান্ডা পানিতে নিয়মিত পা ধুতে হবে বা বরফ থাকলে শরীরে ঘষে নিতে হবে। পোশাক পরতে হবে হালকা ও আরামদায়ক। ভ্রমণের মাঝখানে বিশ্রাম নেওয়া জরুরি। গরম আবহাওয়ায় পানি খেতে হবে বেশি।
র‍্যাশ হয়ে গেলে আক্রান্ত জায়গা ঠান্ডা রাখার চেষ্টা করুন। পা উঁচু করে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চুলকানির ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড ক্রিম ব্যবহার করা যেতে পারে।
এ রকম র‍্যাশ সাধারণত এক সপ্তাহের বেশি থাকার কথা নয়। থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। র‍্যাশ যদি ছড়িয়ে পড়ে, সেটিও ভালো লক্ষণ নয়। এ ছাড়া অনেক সময় র‍্যাশে ইনফেকশন বা সংক্রমণের আশঙ্কা থাকে। যদি জ্বর আসে, শরীর বেশ অসুস্থ হয়ে যায়, দুর্বল লাগে, তাহলে ইনফেকশন হয়েছে কি না, তা নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্রুত।

আরও পড়ুনশরীরে র‍্যাশ বা দানা দেখা গেলে যা করবেন০৮ অক্টোবর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ