বিটিভির ‘ভাষার গান’এ গাইলেন তারা
Published: 19th, February 2025 GMT
আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসেই বিটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ গানের অনুষ্ঠান ‘ভাষার গান’। আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১০টার ইংরেচি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানেই গান গেয়েছেন রিজিয়া পারভীন ও দিঠি আনোয়ার। রিজিয়া পারভীন গেয়েছেন ‘আমার একুশ সূর্য ঝরা দিন’। গানটি লিখেছেন খোশনূর আলমগীর, সুর সঙ্গীত করেছেন মোহাম্মদ ইসহাক। দিঠির গান ‘বর্ণমালা আমার বর্ণমালা’ লিখেছেন মুনসী ওয়াদুদ, সুর সঙ্গীত করেছেন মোহাম্মদ ইসহাক। ‘ভাষার গান’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষনা করেছেন পিয়াল হাসান। পিয়াল হাসান নিজেও একটি গান গেয়েছেন। বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত এই ‘ভাষার গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ভীষণ উচ্ছ্বসিত রিজিয়া পারভীন।
রিজিয়া পারভীন বলেন,‘অনেকদিন পর বিটিভিতে একুশে ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠানে গান গাইলাম। তাও আবার মৌলিক গান। আরো ভালোলাগার বিষয় হলো দীর্ঘদিন পর শ্রদ্ধেয় খোশনূর আপার লেখা কোনো গান গাইলাম। গানের কথা ভীষণ ভীষণ ভালোলেগেছে আমার। ইসহাক ভাই সুরটাও চমৎকার করেছেন। বিটিভির প্রত্যেকের আন্তরিকতা ভালোলেগেছে। যেন নতুন উদ্যমে কাজ করছেন তারা সবাই। আশা করছি গানটি সবারই ভালোলাগবে।’
অনুষ্ঠানে ‘বর্ণমালা আমার বর্ণমালা’ গানটি গাওয়া প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন,‘ ভাষার গান আয়োজনটি অনেকটাই ব্যতিক্রম। কোনো উপস্থাপক নেই। শিল্পীর গান পরিবেশনের পূর্বে গীতিকার গানটি প্রসঙ্গে কিছু কথা বলবেন। আমার গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালোলাগবে।’
এদিকে দিঠি জানান, এই মাসজুড়েই তার ভীষণ ব্যস্ততা। আগামীকাল মাইটিভিতে ভাষার মাসের স্পেশাল লাইভ শো’তে ভাষার গান ও তাঁর বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান পরিবেশন করবেন। আবার ২১ ফেব্রুয়ারি গ্লোবাল টিভিতে রাত ১০ টা ৩০ মিনিটে তার বাবাকে ট্রিবিউট করেই আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন, সঙ্গে থাকবেন পলাশ ও ইমন সাহা।
২২ ফেব্রুয়ারি তার বাবারই জন্মদিনে সকালে চ্যানেল আইতে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে গান গাইবেন দিঠি ও মোমিন বিশ্বাস। একইদিনে রাত নয়টায় এনিগমা টিভিতে তার বাবাকে স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন। এছাড়া ২৮ ফেব্রুুয়ারিতেও তার বাবাকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘ছুটির রাতে লাইভ’ (যমুনা টিভিতে) অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দিঠি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক