বিয়ে করেছেন নার্গিস ফাখরি নাকি শুধুই গুঞ্জন
Published: 22nd, February 2025 GMT
বলিউডে গুঞ্জন ছড়িয়েছে বিয়ে করেছেন নার্গিস ফাখরি। তিনি নাকি এক উদ্যোক্তাকে বিয়ে করেছেন। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। ছবিগুলো অবশ্য নার্গিস নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য, নার্গিস ফাখরি বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টনি বেগকে। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে। এই নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, এই যুগলের বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে।
এদিকে নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করেছেন। আবার টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন। তারা একসঙ্গেই রয়েছেন এবং দুজনেই একান্ত সময় কাটাচ্ছেন।অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে তার আঙুলে বিয়ের আংটি দেখা গেছে।
আরো পড়ুন:
পুনম পান্ডে এবার ঘটালো অন্যরকম অঘটন
উর্বশীর ৩ মিনিটের মূল্য ৪ কোটি টাকা
জানা গেছে, নার্গিস-টনির প্রেম পর্ব শুরু হয় ২০২১ সালের শেষদিকে। সম্প্রতি তারা দুবাই ভ্রমণে গিয়েছিলেন, সেখানেও একসঙ্গে সময় কাটিয়েছেন নার্গিস-টনি। তাদের যুগল ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টনি। তবে বিয়ে করেছেন কিনা—এই বিষয়ে কেউই এখনো কিছু বলছেন না। তাই অভিনেত্রীর ভক্তদের অপেক্ষা করতে হবে সত্য ঘটনা জানতে।
উল্লেখ্য, নার্গিস ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। এরপরে নার্গিসের নামের সঙ্গে যুক্ত হয় উদয় চোপড়ার নাম। এই জুটি সুজিত সরকার পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাতে কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে নার্গিসের ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ সিনেমা দুইটি।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ য় র কর ছ কর ছ ন গ ঞ জন
এছাড়াও পড়ুন:
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদা আক্তারের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই মারা গেল। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রোববার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের ননদ লিপি বেগম আজ প্রথম আলোকে বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভালো নয়।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এ কারণে তাদের সবার অবস্থাই ছিল সংকটজনক।
আরও পড়ুনঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন২২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালে আছে।