লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন ‘মেঘমল্লার’ সিনেমার নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু চিকিৎসা শেষে আর পৃথিবীর আলো দেখা হলো না। মারা গেছেন এই নির্মাতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে  ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সমকালকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন  নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি জানান, ‘জাহিদুর ভাই আর নেই। একটু আগেই তার মৃত্যুর খবর পেলাম। উনার চলে যাওয়া মানে উজ্জল নক্ষত্রের চলে যাওয়া।’

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে  গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খানসহ অনেকেই তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।

পরিবারের বরাতে জানা যায়, গেল সপ্তাহে চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ছিলেন লাইফ সাপোর্টে। বেঙ্গালুরুরে তার চিকিৎসা চলছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জন।  প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন হলেও দেশের সার্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারেননি। তবে ওটিটি প্লাটফর্ম চরকির কাছে সিনেমাটি বিক্রি করেছেন বলে এর আগে জানিয়েছিনে এই নির্মাতা। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ