বেঁচে থাকলে হয়তো যুদ্ধের প্রতিবাদে বেজে উঠত তাঁর গিটার
Published: 25th, February 2025 GMT
জর্জ হ্যারিসন বিটলস ব্যান্ডের সবচেয়ে স্বল্পভাষী সদস্য বলে পরিচিত। ‘সরব’ ছিল তাঁর মোহনীয় আঙুলগুলো, যেগুলো খেলা করত গিটারের ছয় তার আর ফ্রেডবোর্ডজুড়ে। যে আঙুল লিখেছিল ‘ইফ আই নিডেড সামওয়ান’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘উইদিন ইউ উইদাউট ইউ’-এর মতো গানগুলো। বিখ্যাত একটা ব্যান্ডের সদস্য ছাড়াও হ্যারিসনের একক পরিচয়, বদান্য, মাহাত্ম্য, কর্ম—কিছু কম নয়। আজ তাঁর জন্মদিন।
জর্জ হ্যারিসনের কাছে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্মরণার্থীদের সাহায্যে তিনি বাড়িয়ে দিয়েছিলেন তাঁর দুটি হাত। বাংলাদেশে যখন পাকিস্তানি বাহিনীর গোলাগুলি চলছিল, ঠিক সেই সময়ে, ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বেজে উঠেছিল তাঁর গিটার। তিনি গেয়ে উঠেছিলেন ‘বাংলাদেশ বাংলাদেশ, সাচ আ ডিজাস্টার আই ডোন্ট আন্ডাস্ট্যান্ড, বাট ইট শোর লুকস লাইক আ মেস, আভ নেভার নোন সাচ ডিসট্রেস’। এই গান হয়তো অনেকে শোনেননি, কিন্তু ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা পৃথিবীর কে না শুনেছেন!
জর্জ হ্যারিসনের আজ জন্মদিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি
এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।
খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।
স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।
আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৪ ঘণ্টা আগেগত মে মাসেই এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেনসিও। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে।
রাউল আসেনসিকে গত মৌসুমে নিয়মিত মাঠে দেখা গেছে