ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রীর করা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিলের সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থীর হাতে থাকা প্ল্যাকার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

বিইউপির অন্তত তিন শিক্ষার্থী বলেছেন, মিছিলের সময় এসব প্ল্যাকার্ড তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। প্ল্যাকার্ডে কী লেখা ছিল, তা তাঁরা তৎক্ষণাৎ যাচাই করেননি। তবে বিতর্কিত বক্তব্য লেখা প্ল্যাকার্ডসহ তাঁদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁরা বিব্রত।

আরও পড়ুনসাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার১৯ অক্টোবর ২০২৫

বিইউপির এক নারী শিক্ষার্থীর হাতে এমন একটি প্ল্যাকার্ড ছিল। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন মিরপুর সাড়ে ১১ নম্বরের কাছাকাছি পৌঁছাই, তখন আমাদের পেছন থেকে বলা হয়, এগুলো ধরে রাখো। সামনে যেহেতু বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরা ছিল, এ কারণে আমরা প্ল্যাকার্ডগুলো ধরে আর চেক (কী লেখা যাচাই) করিনি।’

প্ল্যাকার্ডের লেখাগুলোকে সমর্থন করেন না বলে জানান এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।’

বিইউপির এক ছাত্রী ১৪ অক্টোবর ঢাকার অদূরে সাভারে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রী ১৬ অক্টোবর তিন ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেন। মামলার তিন আসামিকে ১৯ ও ২০ অক্টোবর গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.

আবদুল ওয়াহাব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনআসামিদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে এনসিপির মানববন্ধন১৯ অক্টোবর ২০২৫

ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিইউপির শিক্ষার্থীরা ১৮ ও ১৯ অক্টোবর বিক্ষোভ-মিছিল করেছিলেন। মিরপুর ১২ নম্বর থেকে ১০ নম্বর সেকশনের গোলচত্বর পর্যন্ত এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছিল।

বিউপির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সময় তাঁদের হাতে ধর্ষণের বিচার দাবিসহ নানা বক্তব্য লেখা প্ল্যাকার্ড ছিল। এর মধ্যে ১৯ অক্টোবরের বিক্ষোভ মিছিলের কিছু প্ল্যাকার্ড নিয়ে সমালোচনা হচ্ছে। প্ল্যাকার্ডগুলোতে খিলাফত নিয়ে বক্তব্য ছিল। ছিল ধর্মনিরপেক্ষতার সমালোচনা।

বিষয়টি নিয়ে বিউপির আন্দোলনকারী এক শিক্ষার্থী ১৯ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, প্ল্যাকার্ডগুলো একটি নিষিদ্ধ সংগঠনের, তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাঁরা যখনই সেটি বুঝতে পারেন, প্ল্যাকার্ডগুলো সরিয়ে ফেলেন।

ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানীর মিরপুর ১০ নম্বরে। ১৮ অক্টোবর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আস ম দ র গ র প ত র ব ইউপ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, গঠনমূলক সম্পর্ক চায় ভারত

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎ–মুখী ও পরস্পরের জন্য সহায়ক সম্পর্ক চায় ভারত। যে সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের অনুষ্ঠানে প্রণয় ভার্মা এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস-২০২৫-এর ৫৪তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মৈত্রী দিবসের অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বক্তব্য দেন। ঢাকা। ৬ ডিসেম্বর

সম্পর্কিত নিবন্ধ