ঢাকায় নিরপেক্ষ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ, আফগানিস্তানের ‘ঘর’ হচ্ছে বাংলাদেশ
Published: 21st, October 2025 GMT
অনেক বছর ধরে নিরাপত্তার কারণে নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান। ফলে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে তারা। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকে বেছে নিয়েছে আফগানিস্তান, আর সে সূত্রে আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে এই প্রথম নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান–মিয়ানমার ম্যাচটি ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে, আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে বাফুফে। তবে কোন মাঠে ম্যাচটি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। যদিও ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত ম্যাচ থাকায় আফগানিস্তান–মিয়ানমারের মধ্যকার ম্যাচ সেখানে হওয়ার সম্ভাবনা নেই। বাফুফের সূত্র নিশ্চিত করেছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
আফগানিস্তান ফুটবল দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দিতে প্রবাসীদের আহ্বান ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, তা না হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
আজ শনিবার বাংলাদেশ সময় সকালে ইসির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।
আরও পড়ুনপোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৫৫ হাজার প্রবাসীর নিবন্ধন০৩ ডিসেম্বর ২০২৫প্রবাসী ভোটারদের উদ্দেশে ইসি বলেছে, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল কিংবা পরিচিতজনের ঠিকানা দিন। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (আজ) মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধন করে নিন।
ইসি ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়েছে।
আরও পড়ুনপ্রবাসীদের ভোটার নিবন্ধনে উৎসাহিত করতে লন্ডনে প্রচার২৫ নভেম্বর ২০২৫