লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ ও জাতীয় পার্টি–সমর্থিত সাবেক ও বর্তমান ৫৬ জন ইউপি সদস্য একযোগে তাঁদের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাঁরা এ ঘোষণা দেন। তাঁদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ–সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি–সমর্থিত সাবেক ও বর্তমান ইউপি সদস্য।

গণপদত্যাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক। এ সময় দলীয় পদ থেকে পদত্যাগের পটভূমি তুলে ধরে বক্তব্য দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী সরকার, হারাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুল ইসলাম, রাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং খুনিয়গাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া।

শাহাবুল হক এক প্রশ্নের জবাবে বলেন, ‘বর্তমানে দেশের যে অবস্থা, রাজনৈতিক পরিবেশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরস্পর আলাপ–আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, নিজ নিজ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও জাতীয় পার্টির) সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্তের আলোকে দলীয় পদ থেকে গণপদত্যাগের ঘোষণা দিলাম।’

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে শুধু বড়বাড়ি ইউপির চেয়ারম্যানসহ সদস্যরা সবাই বিএনপি–সমর্থিত। তাঁরা এই অনুষ্ঠানে ছিলেন না।

মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যরা একটি অনুষ্ঠান করার জন্য অনুমতি চেয়েছিলেন। পরে তিনি জানতে পেরেছেন, সদরের ৮টি ইউপির দলীয় সমর্থিত সদস্যরা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দল য় পদ থ ক সমর থ ত র সদস য ইউপ র র ইউপ আওয় ম

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স, সিজিপিএ ২.৫ প্রয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ফল-২০২৫ সেশনে ইনফরমেশন টেকনোলজি মাস্টার প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

কোর্সের বিস্তারিত

১. আসনসংখ্যা সীমিত,

২. ক্লাস হবে শুক্রবার ও শনিবার,

৩. সেমিনার ও ওয়ার্কশপের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

১. যেকোনো ডিসিপ্লিনে, সিজিপিএ-২.৫ (৪-এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

২. চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা তিন বছরের অনার্স ও এক বছরের মাস্টার্স সিএস/সিই/এসই/ইসিএস/সিআইটি/আইসিটি/ আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিষয়ে।

আরও পড়ুনইউএনডিপিতে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ১৮ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫,

২. ভর্তি পরীক্ষা: ২১ নভেম্বর ২০২৫,

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনএক্সিলেন্স আইফেল স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন দুই ধাপে১৩ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাবিতে এইচডব্লিউপিএল বিশ্ব শান্তি সম্মেলনের ১১তম বর্ষপূর্তি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মহাবিপন্ন পাহাড়ি কচ্ছপ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স, সিজিপিএ ২.৫ প্রয়োজন
  • জাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবি