আইসিসি র্যাংকিংয়ে তাসকিন-তাওহীদ-জাকেরের উন্নতি
Published: 26th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবিতে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। তাসকিন বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন। জাকের দুই ম্যাচে ব্যাটিংয়ে রেখেছেন অবদান। তাওহীদ প্রথম ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যক্তিগত এই নৈপূণ্য অবশ্য দলের কোনো কাজ আসেনি। আইসিসি র্যাংকিংয়ে ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দিয়েছে। ছেলেদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তাসকিন আহমেদ প্রথবার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন। দুই ম্যাচে তাসকিন ২ উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে ৩৬ রানে ১ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ১ উইকেট নেন। না হওয়ার হিসাবের মধ্যে তার বোলিংই ছিল যতটুকু আলোচনায়। তাতে ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে এসেছেন। ক্যারিয়ার সেরা ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে এ অবস্থান ধরে রেখেছেন। এর আগে তার অবস্থান ছিল ৩৩ নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তাওহীদ ও জাকের আলী। তাওহীদ ১৮ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪ নম্বরে। জাকের ভারতের বিপক্ষে ৬৮ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৫ রান করেন। তার অবস্থান ৯৪ নম্বরে। এছাড়া র্যাংকিংয়ে পিছিয়ে নাজমুল হোসেন শান্ত (২৭), মুশফিকুর রহিম (৪২), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩) ও মিরাজ (৭৫)।
আরো পড়ুন:
‘ভারতের বি টিমের সঙ্গেও পারবে না পাকিস্তান’
বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি
বোলারদের র্যাংকিংয়ে মিরাজ এগিয়েছেন চার ধাপ। তাসকিনের সঙ্গে ৩০ নম্বর অবস্থানে আছেন ডানহাতি অফস্পিনার। মোস্তাফিজুর রহমান আছেন ৩৬ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে আছেন শুভমান গিল। দুই ম্যাচে রান পাওয়া এই ভারতীয় নিজের অবস্থান আরো শক্ত করেছেন।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি আবার সেরা পাঁচে এসেছেন। এছাড়া বোলিংয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান মাহিশ থিকসানা। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তান মোহাম্মদ নবী।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র অবস থ ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫