রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। তারাবির নামাজের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পশ্চিম আকাশে দেখো মেলে রজমানের চাঁদ। এরপরই জেলা শহরের কোর্ট মসজিদ ও জেলার মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ের ঢল নামে মুসল্লিদের। 

সোয়া ৮টায় শুরু হওয়া তারাবির নামাজে অংশ নিতে মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে হাজির হন। এতে পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদগুলো।

রমজান পেয়ে সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস দেখা গেছে। তারাবির নামাজ আদায়ের পর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে।

নামাজ শেষে মুসুল্লীরা দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

ঢাকা/বাদল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মসজ দ রমজ ন

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ