হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন
Published: 2nd, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে, পুরো মাসজুড়ে এক বৈচিত্র্যময় খাবারের আয়োজন থাকছে। অ্যাটিটিউড রেস্টুরেন্টে প্রতিবারের মতো থাকছে সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরি বুফে। এছাড়াও থাকছে হোয়াইট লোটাস রেস্টুরেন্টের বিশেষভাবে প্রস্তুতকৃত আকর্ষণীয় রামাদান ইফতার টেকওয়ে বক্স।
১২০টি’র বেশি ইফতারের আইটেমে থাকছে ঐতিহ্যবাহী, মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল ও আরব খাবার। যার মধ্যে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব উজি, মাটন কাচ্চি, গ্রিলড প্রন, ফ্রাইড হিলশা, মাটন শিক কাবাব, মাটন হালিম, চিকেন হালিম, বিফ নেহারি, জিলাপি, বিফ কাবাব, বিভিন্ন স্বাদের টার্কিশ ও মধ্যপ্রাচ্যের কুনাফা, জেল মাহালাবা, ফ্রুট ট্রাফেল্ট, বাসবুসা, জাফরান জিলাপির মতো ডেজার্ট। সারা দিন রোজা রেখে তৃষ্ণা মেটাতে থাকছে বিভিন্ন ধরনের ফলের জুস। চা প্রেমীদের জন্য একটি বিশেষ চা কর্নারও।
যারা বাসায় বসে হলিডে ইন-এর স্বাদ পরিবারবর্গ অথবা প্রিয়জনদের সাথে উপভোগ করতে চান, তাদের জন্যে হোয়াইট লোটাস ক্যাফেতে থাকছে ৪ রকমের আকর্ষণীয় ইফতার টেকওয়ে বক্স, যা আপনার রমজানকে আরও আকর্ষণীয় করে তুলবে। হলিডে ইন সারা মাস জুড়ে রুম প্যাকেজ ছেড়েছে বিশেষ ছাড়ে।
বুফে ইফতার ও ডিনার এবং সাপ্তাহিক বুফে সেহরি ছাড়াও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে টেকওয়ে ইফতার বক্স পাওয়া যাবে। থাকছে কর্পোরেট কর্মকর্তাদের উপহারের জন্য রমজান সুইট ট্রিট গিফটের ব্যবস্থা।
একটি কিনলে একটি ফ্রি অর্থাৎ ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারএ ১১টি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এসব ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডহোল্ডাররা এই অফারটি পাবেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।