ব্যাটিংয়ে রোহিত-কোহলিরা; টানা ১৪ টস হার
Published: 2nd, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুপুর ৩টায় মুখোমুখি হয়েছে ভারত-নিউ জিল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে তারা গ্রুপ ‘এ’ থেকে শীর্ষে থেকে সেমি ফাইনালে ওঠবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচে আবার একটি টস হারলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফিতে টানা তৃতীয় বার। আর গত বিশ্বকাপের পর থেকে টানা ১৪ ম্যাচে টসে হারলেন তিনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার।
টস জিতে স্যান্টনার বলেন, “উইকেট দেখে ভালো মনে হচ্ছে। পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে ধারণা আছে, তবে এখানকার উইকেট ভিন্ন।” নিউ জিল্যান্ড একটি পরিবর্তন নিয়ে নামছে। ড্যারেল মিচেল একাদশে ঢুকেছেন ডেভন কনওয়ের জায়গায়।
আরো পড়ুন:
নিউ জিল্যান্ডের অনেক ‘অর্জনের’ ম্যাচ
জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক
একটি বদল নিয়েই নামছে ভারতও। পেসার হার্ষিত রানাকে বসিয়ে এই ম্যাচে স্পিনার বরুণ চক্রবর্তীকে খেলানো হচ্ছে। এখান থেকেই বুঝা যাচ্ছে উইকেট খুবই নীচু এবং ধীর গতির হবে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম ইনিংসে ব্যাট করবে ভারত।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওর্ক।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।