‘বরবাদ’ ছবির টিজার মুক্তির পর থেকেই আবার আলোচনায় শাকিব খান। প্রশংসায় ভাসছে শাকিবের লুক। একই সঙ্গে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের সংলাপগুলোও আলোচনায় রয়েছে। টিজারের কিছু দৃশ্য দেখে কেউ কেউ আবার বলছেন ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা থেকে কপি করা। কী বলছেন সিনেমার পরিচালক?

‘বরবাদ’–এর টিজার দেখে একাধিক ইউটিউব সমালোচকের মন্তব্য, সিনেমাটি মৌলিক গল্পের না–ও হতে পারে। হতে পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত। রিভিউ বাই নামের একটি চ্যানেল থেকে বলা হয়েছে, টিজার দেখে মনে হয়েছে একাধিক দৃশ্য ‘অ্যানিমেল’ সিনেমা থেকে নেওয়া। কোন কোন দৃশ্যে মিল রয়েছে সেসবও দেখানো হয়েছে। এ সময় সমালোচনাকারী দর্শকদের উদ্দেশে বলেন, ‘প্রথমেই “বরবাদ”-এ একটি নারীর সংলাপ দিয়ে শুরু হয়। এই একই রকম সংলাপ ছিল “অ্যানিমেল”–এ।

আরও পড়ুনশাকিব খানের ‘রাজকুমার’: শুরুতে চোখের শান্তি, শেষে বড় ধাক্কা ১৯ এপ্রিল ২০২৪রক্তমাখা দৃশ্যেও দর্শকেরা মিল খুঁজছেন। ছবি: টিজার থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ