কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়াম ও কুমারখালীতে তাঁর নামে মসজিদের সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

পরে আসিফ মাহমুদ বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা দোসরদের নিয়ে মানুষের জীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছোটখাটো ইস্যুতে তারা জনগণকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যড়যন্ত্র করছে। অস্থিতিশীল পরিবেশ তৈরিতে উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, আবরার ফাহাদ শুধু একটা নাম না, তিনি আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগের পথ ধরেই এসেছে জুলাই গণঅভ্যুত্থান। এ গণঅভ্যুত্থানে তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার থেকে। এ জন্য আগ্রাসনবিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকবেন শহীদ আবরার ফাহাদ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আবরারের মা রোকেয়া খাতুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জায়েদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে শহীদ আবরার ফাহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তিনি।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে ঢাকার চকবাজার থানায় মামলা করেন তাঁর বাবা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আবর র ফ হ দ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ