ছিলেন অলিম্পিক তারকা, এখন এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়
Published: 9th, March 2025 GMT
কানাডার জনপ্রিয় স্নোবোর্ডার ছিলেন রায়ান ওয়েডিং। ২০০২ শীতকালীন অলিম্পিক দিয়ে আলোচনায় এসেছিলেন। কিন্তু অবসরের পর সেই যে অন্ধকার জগতে পা বাড়ালেন, আর বেরোতে পারলেন না।
দোষী সাব্যস্ত হয়ে চার বছর জেলও খেলেছেন ওয়েডিং। মুক্ত হওয়ার পর নিজেকে শোধরানো দূরে থাক, আবারও অপরাধে জড়িয়েছেন। খুন, মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ওয়েডিংকে শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টডে বা পলাতক হিসেবে তালিকাভুক্ত করেছে। তাঁকে ধরিয়ে দিতে বা খোঁজ দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার (১২১ কোটি ৫৩ লাখ টাকা) পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। ৪৩ বছর বয়সী ওয়েডিং বর্তমানে মেক্সিকো বা লাতিন আমেরিকার কোনো দেশে অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে।
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেওয়ার কিছুদিন পরই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওয়েডিং, বিশেষ করে মাদক পাচারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০১০ সালে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হলে আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন। ছাড়া পাওয়ার পর আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন।
কর্তৃপক্ষ বলছে, রায়ান ওয়েডিংয়ের একটি সংগঠন ছিল, যেটি সবচেয়ে মারাত্মক দুটি মাদকদ্রব্য কোকেন ও ফেন্টানাইল প্রচুর পরিমাণে সরবরাহ করত। মাদকগুলো কলম্বিয়া থেকে মেক্সিকোতে পাঠানো হতো। সেখান থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংরক্ষণ করে রাখা হতো। এরপর পাঠানো হতো কানাডায়। অপরাধীদের নেটওয়ার্কের নেতা হিসেবে তিনি কোটি কোটি ডলারের চেতনানাশক মাদক পাচার করেন, যার ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য চোরাচালানের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল।
রায়ান ওয়েডিং বর্তমানে মেক্সিকো বা লাতিন আমেরিকার কোনো দেশে পালিয়ে আছেন বলে ধারণা কর্তৃপক্ষের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা