ঝালকাঠিতে পুকুর সেচ দিতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের
Published: 9th, March 2025 GMT
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় রুবেল হাওলাদার (৩২) ও নাইম ইসলাম (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব গ্রামে ও কাঁঠালিয়ার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে ঘটনা দুটি ঘটে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মারা যাওয়া রুবেল হাওলাদার প্রতাব এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে ও নাইম ইসলাম কাঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই যুবকই নিজ নিজ এলাকায় মোটর দিয়ে পুকুর থেকে পানি সেচের কাজ করছিলেন। তারা অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দুই যুবককেই মৃত ঘোষণা করেন।
ঢাকা/অলোক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা