ঝালকাঠিতে পুকুর সেচ দিতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের
Published: 9th, March 2025 GMT
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় রুবেল হাওলাদার (৩২) ও নাইম ইসলাম (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব গ্রামে ও কাঁঠালিয়ার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে ঘটনা দুটি ঘটে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মারা যাওয়া রুবেল হাওলাদার প্রতাব এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে ও নাইম ইসলাম কাঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই যুবকই নিজ নিজ এলাকায় মোটর দিয়ে পুকুর থেকে পানি সেচের কাজ করছিলেন। তারা অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দুই যুবককেই মৃত ঘোষণা করেন।
ঢাকা/অলোক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন:
সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার
ঢাকা/নুর/বকুল