দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাট হাতে অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তরুণ শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা ভালো ক্রিকেট খেলেছেন। আবার বল হাতে মোহাম্মদ শামির সঙ্গে ভালো করেছেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা।

ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়েছেন, ভারতের ক্রিকেট দল এমন একটা জায়গায় আছে যারা আগামী ৮ বছর ক্রিকেট বিশ্বে কর্তৃত্ব করতে প্রস্তুত। 

তিনি বলেন, ‘আপনি যখন দল ছেড়ে যাবেন, চাইবেন যেন দল ভালো অবস্থায় থাকে। আমি মনে করি, আমাদের খুব ভালো একটা দল আছে, যারা আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করার সামর্থ্য রাখে। শুভমন অসাধারণ, শ্রেয়াস আইয়ার সুন্দর, কেএল রাহুল দারুণভাবে ম্যাচ শেষ করেছেন, হার্ডিক পান্ডিয়া ব্যাটিংয়ে ভালো ছিল।’

কোহলি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারের পর তারা ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অসাধারণ অনুভূতি বলেও উল্লেখ করেন বিরাট। 

নিউজিল্যান্ড ক্রিকেট দলেরও প্রশংসা করেছেন বিরাট কোহলি। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মিলিয়ে স্বল্প ক্রিকেটার নিয়ে কিউইদের এমন সাফল্যে বিস্মিত কোহলি, ‘কীভাবে অল্প ক্রিকেটার নিয়ে নিউজিল্যান্ড বছরের পর বছর ভালো ক্রিকেট খেলছে, তা বরাবরই আমাকে বিস্মিত করেছে।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল কর ছ ন

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ