টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ
Published: 10th, March 2025 GMT
সারা দেশে ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে তার কুশপুত্তলিকা দাহ করেছে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ।
সোমবার (১০ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার। এ সময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরো পড়ুন:
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মিছিল
নদী থেকে পাওয়া মৃত শিশুর পোশাক দেখে নিজের সন্তান দাবি
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এমন বাংলাদেশ কেউ চাইনি। বাংলাদেশের নারীরা এখন বাড়িতেও নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে নারীদের নানা সময় ইভটিজিং ও হয়রানির শিকার হতে হচ্ছে। দেশে দিনদিন ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। দ্রুত তাকে পদত্যাগ করতে হবে।
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুয়েটে অন্তবর্তী উপাচার্য নিয়োগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিস্তারিত আসছে...