চবিতে ছাত্রশিবিরের নবীনবরণ, অংশ নেন আড়াই হাজার শিক্ষার্থী
Published: 16th, August 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে অংশ নেন আড়াই হাজার নবীন শিক্ষার্থী।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন ইরামনাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক ও ইরাসমাস মন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ড.
আরো পড়ুন:
জায়ামাত এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু
কোনো দল চায় না চায়, সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমাদের দেশের স্বাধীনতার সময়ে যেসব দেশ স্বাধীন হয়েছিল, তারা এগিয়ে গেছে। আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ দুর্নীতি। আমাদের পদ্মা সেতু নির্মাণে যে টাকার প্রয়োজন, তার চেয়ে দ্বিগুণ টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। বিগত সরকার দিল্লির পারপাস সার্ভ করেছে।”
ইঞ্জিনিয়ার ড. আশিকুর রহমান বলেন, “আগে যা স্বপ্ন দেখেছেন মাথায় রাখেন সব শেষ। এখন যেখানে ভর্তি হয়েছেন সেটিই হচ্ছে আপনার স্বপ্ন। এটাকে কিভাবে সফল করা যায় সেই চিন্তাভাবনা শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয় হলো মুক্তমঞ্চের জায়গা। এখান থেকে চাইলে উন্নতির দিকে, আবার চাইলে ধ্বংসের দিকে যাওয়া যাবে। এখান থেকে জ্ঞান, প্রযুক্তি আর দক্ষতায় বলিয়ান হয়ে সবাইকে বিশ্বময় ছড়িয়ে যেতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “তোমাদের একাধিক দায়িত্ব রয়েছে। তা হলো নিজের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন এবং তোমাদেরকে নিয়ে শিক্ষকরা যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করা। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আগামীর একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করার জন্য এখানে নিজেদের প্রস্তুত করবে।”
ঢাকা/মিজানুর/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।