শহীদ পরিবার এবং আহতদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার অনুষ্ঠানে আশুলিয়ায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেছেন, ‘আমার সন্তানকে মারার উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমার সন্তান হত্যার বিচারের আগে কোনো নির্বাচন মা হিসেবে আশা করব না।’

আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে এনসিপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

শাহিনা বেগম বলেন, ‘আমার ছেলেকে মেরে লাশ ভ্যানে স্তূপ করে রেখে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কীভাবে মেনে নিতে পারি, কত কষ্ট করে সন্তানকে বড় করেছি। সেই সন্তানকে কুকুর-বিড়ালের মত কীভাবে মারা হলো। আমার সন্তানকে কেন মারা হলো, এর উত্তর কে দেবে? প্রস্তুত থাকুন।’

তিনি বলেন, ‘আমার সন্তানের বিচারের জন্য আমি সবজায়গায় যাব, আমি বসে থাকব না। হাসিনা সারাজীবন স্বজন হারানোর বক্তব্য দিয়ে এসেছে। তার জন্য এত লোককে ফাঁসি দিয়েছে। আমাদের এত মায়ের আর্তনাদ- প্রত্যেক সন্তানের জন্য যদি একবার করে ফাঁসি দেওয়া হয়, তাহলে হাসিনা সরকার এবং তার দোসরদের কতবার ফাঁসি দেওয়া দরকার, আমার প্রশ্ন।’

শহীদ জাবির ইবরাহীমের বাবা নওশের আলী বলেন, ‘শহীদ এবং আহতদের বিচার আমরা আগে চাই। বিচারের আগে কোনো রকম নির্বাচন চাই না। আগে বিচার হবে তারপর সংস্কার হবে। সংস্কার না হলে আরেকটা চব্বিশ অপেক্ষা করছে। আমরা আর বাংলাদেশে চব্বিশ, নব্বই, একাত্তরের রক্তক্ষরণ চাই না।’  

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ড.

ইউনূস। তাকে আমরা আমন্ত্রণ-আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম, অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেব, আমাদের বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু আদায় হল।’

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘যারা আহত যোদ্ধাদের রক্তের উপরে, শহীদদের জীবনের উপরে এই নতুন বাংলাদেশে কথা বলতে পারছে তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলেন তাদের মুখের উপরে বলবেন, যে রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচনের কথা বল সেই রক্তের বিচার না চেয়ে বেঈমানের মত নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না?’

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যে খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গেল সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে কোন মুখে শুধু নির্বাচনের কথা বলেন?’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘খুনি হাসিনার বিচারের দাবিতে আমরা একমত। আমরা অলরেডি সবাই শহীদ। আমাদের বুকে আর ভয় নাই। আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামব। আওয়ামী লীগের খুনি মন্ত্রী, ব্যবসায়ী গোষ্ঠী যারা হাসিনা রেজিমকে টিকিয়ে রেখেছিলেন, বুদ্ধিজীবী-শিক্ষক যারা খুন-গুম-নির্যাতনের মাধ্যমে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘যে সংবিধানের কারণে আমাদের এত ভাই শহীদ হয়েছে, সেই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন করে মাঠে নামতে হবে। নতুন সংবিধান গণপরিষদ বিচার এবং সংস্কারের দাবিতে আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আহত শহীদ পরিবার আবার মাঠে নামব, রাজপথের লড়াইয়ে দেখা হবে।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ‘সকল খুনের নির্দেশদাতা ওই খুনি হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন। অতিদ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এটি সম্ভব না হলে আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিচার করতে হবে। খুনিদের বিচার যেন আমরা দেখে যেতে পারি।’

ইফতার অনুষ্ঠানে আরও কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, আহত আসিফ শাহরিয়ার। এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প ইফত র এনস প র আম দ র র উপর

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত