গভীর নলকূপের ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
Published: 11th, March 2025 GMT
উল্লাপাড়ায় পা পিছলে গভীর নলকূপের ড্রেনে পড়ে গিয়ে হাসান (৫) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে কয়ড়া দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ওই গ্রামের ইউসুব আলীর ছেলে।
কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু তাহের জানান, ঘটনার সময় হাসান একা গভীর নলকূপের ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পা পিছলে ড্রেনের মধ্যে পড়ে যায়। নলকূপটি চালু ছিল। পানির তোড়ে হাসান অনেক দূর পর্যন্ত ভেসে যায়। স্থানীয়রা জানতে পেরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কয়ড়া বাজারে নিয়ে যায়।
স্থানীয়রা তাকে ওপর করে পেট থেকে পানি বের করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: নলক প
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা