রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে উক্ত গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই গণ ইফতারে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা সার্বিকভাবে এগিয়ে এসেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী সাদমান বলেন, “এ গণ ইফতারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবাই একত্রিত হয়েছে। এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের ক্যাম্পাসের ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের যে সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে সবাই একসঙ্গে এ পবিত্র রমজানের মহিমা উপভোগ করতে পারে।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্মার হোসাইন বলেন, “আয়োজন সফল করতে উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকেও বরাদ্দ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকসহ সর্বোপরি সবার সহায়তায় আয়োজনটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতি বছর এমন আয়োজনের ধারা অব্যাহত থাকুক।”

গণইফতারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

এসএম হাসান তালুকদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

ঢাকা/হাবিবুর/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত হয় ছ ইফত র

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ