রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণইফতার অনুষ্ঠিত
Published: 11th, March 2025 GMT
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে উক্ত গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই গণ ইফতারে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা সার্বিকভাবে এগিয়ে এসেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী সাদমান বলেন, “এ গণ ইফতারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবাই একত্রিত হয়েছে। এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের ক্যাম্পাসের ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের যে সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে সবাই একসঙ্গে এ পবিত্র রমজানের মহিমা উপভোগ করতে পারে।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্মার হোসাইন বলেন, “আয়োজন সফল করতে উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকেও বরাদ্দ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকসহ সর্বোপরি সবার সহায়তায় আয়োজনটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতি বছর এমন আয়োজনের ধারা অব্যাহত থাকুক।”
গণইফতারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
ঢাকা/হাবিবুর/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত হয় ছ ইফত র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন