Risingbd:
2025-09-18@12:44:40 GMT

বিদায় ট্রুডো

Published: 14th, March 2025 GMT

বিদায় ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিলেন জাস্টিন ট্রুডো। শুক্রবার তিনি তার শেষ কার্যদিবসে একটি বিদায়ী ভিডিও পোস্ট  করেছেন।

জাস্টিন ট্রুডো ২০১৫ সালের শরৎকালে লিবারেল নেতা হিসেবে তার প্রথম নির্বাচন থেকে এখন পর্যন্ত প্রায় ১০ বছর ধরে কানাডার নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে অস্থির সময়ে দায়িত্ব পালন করেছেন। তার সময়কালে প্রথম ট্রাম্প প্রশাসনের সাথে মোকাবিলা, কোভিড-১৯ মহামারি এবং কানাডার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপ পরিস্থিতি মোকাবিলা করেছেন। ট্রুডো কানাডায় ফেডারেলভাবে গাঁজা বৈধ করেছেন এবং নিম্ন আয়ের কানাডিয়ানদের জন্য দৈনিক ১০ ডলার শিশু যত্ন এবং জাতীয় দন্তচিকিৎসা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি চালু করেছিলেন।

বিদায়ী ভিডিওতে ট্রুডো বলেছেন, “আমি এমন একটি দেশের সেবা করতে পেরে গর্বিত যেখানে এমন মানুষ আছেন যারা সঠিক কাজের পক্ষে দাঁড়ান, প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যান এবং যখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তখন একে অপরের পাশে থাকেন। হয়তো এই অফিসে আমার শেষ দিন, কিন্তু আমি সবসময়য় সাহসী এবং নিঃসন্দেহে কানাডিয়ান থাকব। আমার একটাই অনুরোধ, পৃথিবী আমাদের উপর যাই ছুঁড়ে ফেলুক না কেন, আপনারা সবসময় একতাবদ্ধ থাকবেন।”

গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জনমত জরিপে দলের বাজে অবস্থা উঠে আসার পর দায়িত্ব ছাড়তে চাপে ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে ট্রুডোর ক্ষমতা আরো দুর্বল হয়ে পড়ে। পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকে চাপ বাড়তে শুরু করে তার ওপর। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ