রাজশাহীর তানোরে পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ছেলে।

এজাহারের বরাতে পুলিশ জানিয়েছে, গত বুধবার বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূকে যৌন নিপীড়নের চেষ্টা করেন শ্বশুর। পরে লোকলজ্জায় বিষয়টি কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে যান ওই গৃহবধূ। গতকাল স্ত্রীকে ফিরিয়ে আনতে তাঁর স্বামী সেখানে যান। এরপর তাঁকে ঘটনাটি খুলে বলেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলেই বাড়ি ফিরে বিষয়টি নিয়ে তর্কে জড়ান বাবা-ছেলে। একপর্যায়ে এলাকাবাসীর মধ্যে ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এলাকাবাসীর হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে বিরুদ্ধে গতকাল রাতে মামলা করেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ