পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগ, ছেলের মামলায় বাবা গ্রেপ্তার
Published: 15th, March 2025 GMT
রাজশাহীর তানোরে পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ছেলে।
এজাহারের বরাতে পুলিশ জানিয়েছে, গত বুধবার বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূকে যৌন নিপীড়নের চেষ্টা করেন শ্বশুর। পরে লোকলজ্জায় বিষয়টি কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে যান ওই গৃহবধূ। গতকাল স্ত্রীকে ফিরিয়ে আনতে তাঁর স্বামী সেখানে যান। এরপর তাঁকে ঘটনাটি খুলে বলেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলেই বাড়ি ফিরে বিষয়টি নিয়ে তর্কে জড়ান বাবা-ছেলে। একপর্যায়ে এলাকাবাসীর মধ্যে ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এলাকাবাসীর হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে বিরুদ্ধে গতকাল রাতে মামলা করেন।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা