পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর কারাগারে
Published: 15th, March 2025 GMT
রাজশাহীর তানোরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় শ্বশুরকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে কাজে বের হন অভিযুক্তের নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০ টার দিকে অভিযুক্ত ছেলের বউকে নিজের ঘরে ডাকেন। এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে তার ছেলে বাদী হয়ে মামলা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘‘জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তাকে নিজের ঘরে ডেকেছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি পুত্রবধূর হাত ধরেছিলেন। কিন্তু, ধর্ষণের চেষ্টা করেননি।’’
ঢাকা/কেয়া/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা