সাত বছরের ছেলেশিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
Published: 15th, March 2025 GMT
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সাত বছর বয়সী ছেলেশিশুকে (৭) ধর্ষণের অভিযোগে হৃদয় শীল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
হৃদয় শীল পেশায় নরসুন্দর। পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নিজের সেলুনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন হৃদয় শীল। রাতে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ সময় এক প্রতিবেশী ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ অভিযান চালিয়ে হৃদয় শীলকে গ্রেপ্তার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হৃদয় শীল। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হয়। ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগী শিশুকেও সকালে আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা