সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের উন্নয়নে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলস্বরূপ আজাহার আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শনিবার সন্ধ্যায়, ইফতারের পূর্বমুহূর্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। বিষয়টি শুরু হয়েছিল মসজিদ নির্মাণের জন্য গ্রামের লোকজনের কাছ থেকে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে। জানা গেছে, আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে এই চাঁদা তোলার বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষের পর উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং গুরুতর আহত আজাহার আলীকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে—শাহিন আনোয়ার, আমির হামজা, এবং মোশারফ হোসেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ওসি জাকেরিয়া হোসেন আরও বলেন, গ্রামে মসজিদের নির্মাণ কাজ চলছে, আর এই চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ছিল। সংঘর্ষে আজাহার আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় ভিকটিমের ছেলে রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন গ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ নজরদারি রেখেছে।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ মসজ দ

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ