৯১ রানে অলআউট। ৯ উইকেটে হার। ৯২ রানের লক্ষ্য প্রতিপক্ষ পেরিয়েছে ৫৯ বল হাতে রেখে। ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একরাশ লজ্জাই সঙ্গী হয়েছে পাকিস্তানের।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে উইকেট ও অব্যবহৃত বলের হিসাবে পাকিস্তান আজই সবচেয়ে বড় ব্যবধানে হারার রেকর্ড গড়ল। পাকিস্তান অবশ্য এর আগেও একবার ২০ ওভারের ক্রিকেটে ৯ উইকেটে হেরেছে। সেটি ২০১৮ সালের ঘটনা। হারারেতে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছিল পাকিস্তান।

তবে বলের হিসাবে আজই সবচেয়ে বড় ব্যবধানে হারল দলটি। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচেই। পাকিস্তানের ১১৬ রান ৫৫ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল অস্ট্রেলীয়রা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অব্যবহৃত বলের হিসাবে পাকিস্তানের আজকের হারটা অনেক নিচের দিকেই থাকে। তবে শুধু টেস্ট খেলুড়ে দেশের হিসাব করলে পাকিস্তানের আজকের হারটা থাকে ৯ নম্বরে।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলের বিরুদ্ধে বলের হিসেবে সবচেয়ে বড় জয়টা পাকিস্তানেরই.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বল র হ স ব উইক ট সবচ য়

এছাড়াও পড়ুন:

ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে চমকপ্রদ ঘটনার অভাব নেই। কিন্তু এবার যা ঘটেছে, তা যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য! এক ভক্ত তাঁর জন্য রেখে গিয়েছিলেন ৭২ কোটি রুপির (প্রায় ১০০ কোটি টাকা) সম্পত্তি। আর সঞ্জয় দত্ত? অবাক করে দিয়ে সবই ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে।

সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন ২০১৮ সালের সেই বহুল আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, ‘আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি।’ ওই ভক্ত নিশা পাটিল, ছিলেন মুম্বাইয়ের এক গৃহিণী। জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যাংককে। তাঁর মৃত্যু হয় ২০১৮ সালে।

সে সময় খবরটি শোরগোল ফেলে দিয়েছিল ভারতজুড়ে। একজন তারকার জন্য এমন আবেগঘন সম্পত্তি হস্তান্তর যেমন বিরল, তেমনি সঞ্জয়ের তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও প্রশংসিত হচ্ছে। বহু বছর পর আবার আলোচনায় উঠে এল এ ঘটনা এবার অভিনেতার নিজ মুখেই।

সঞ্জয় দত্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত