ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার গৌরিপাশা এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রায়হান মল্লিক (১০) ওই এলাকার আলী মল্লিকের ছেলে। ওই ঘটনার পর নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লঞ্চের ধাক্কায় নৌকায় থাকা বিপ্লব হাওলাদার নামের এক জেলে আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, নলছিটির পৌর এলাকার গৌড়িপাশা গ্রামসংলগ্ন সুগন্ধা নদীতে আজ সকাল ছয়টার দিকে মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। ভোর ছয়টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, জাল ফেলার পর নদীতে অপেক্ষমাণ থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি সেখানেই ডুবে যায়। জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় ওঠেন। রায়হান নদীতে নিখোঁজ হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নলছ ট

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ