সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, শিশু নিখোঁজ
Published: 18th, March 2025 GMT
ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার গৌরিপাশা এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রায়হান মল্লিক (১০) ওই এলাকার আলী মল্লিকের ছেলে। ওই ঘটনার পর নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লঞ্চের ধাক্কায় নৌকায় থাকা বিপ্লব হাওলাদার নামের এক জেলে আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, নলছিটির পৌর এলাকার গৌড়িপাশা গ্রামসংলগ্ন সুগন্ধা নদীতে আজ সকাল ছয়টার দিকে মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। ভোর ছয়টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, জাল ফেলার পর নদীতে অপেক্ষমাণ থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি সেখানেই ডুবে যায়। জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় ওঠেন। রায়হান নদীতে নিখোঁজ হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নলছ ট
এছাড়াও পড়ুন:
শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’