ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের জমির মাটি কাটা নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামে গতকাল রাত ১০টার দিকে স্থানীয় মেহেদী হাসান ওরফে রাকিব (২৫) ও মো.

ইয়াসিনের গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ইয়াসিন গ্রুপের লোকজন। এ ঘটনায় মো. সাবিত নামের এক যুবক গুলিবিদ্ধ হন।

নিহত মেহেদী হাসান তললী গ্রামের মজিবুর রহমানের ছেলে। গুলিবিদ্ধ সাবিত একই গ্রামের রবিকুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত ইয়াসিন (৪০) সাদুয়া গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মো. ওয়াজ উদ্দিন বলেন, স্থানীয় জেডুপি বিল থেকে মাটি কাটতে চেয়েছিলেন ইয়াসিন। কিন্তু তাতে বাধা দেন মেহেদী হাসান। নিজের বাবার জমি থেকে মাটি কাটতে ইয়াসিনকে বাধা দিলে তিন মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে মেহেদী নিজেই বিলে থাকা নিজেদের জমির মাটি বিক্রি করেছিলেন। বিল থেকে মাটি কাটা নিয়ে গতকাল রাতে তললী পল্টনের মোড় এলাকায় মারামারি ও হত্যার ঘটনা ঘটে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মেহেদী হাসানদের জমি থেকে মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেহেদী ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ

সময়টা ভালো যাচ্ছিল না মেহেদী হাসান শ্রাবণের। ফাহামিদুল ইসলামের জাতীয় দলে জায়গা না পাওয়া ইস্যুতে তাঁর নামও জড়িয়ে যায়! যদিও সেই অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। শত সমালোচনার মাঝেও দিনরাত পরিশ্রম করে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেন বসুন্ধরা কিংসের এই গোলকিপার। গতকাল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালেই যেন সেসব কিছুর জবাব দিয়েছেন শ্রাবণ।

আরও পড়ুনভারত-পাকিস্তান যুদ্ধ আশঙ্কার মধ্যেই আফ্রিদি চায়ের দাওয়াত দিলেন ধাওয়ানকে৩৮ মিনিট আগে

১৫ মিনিটের দারুণ লড়াইয়ের পরও ম্যাচের স্কোরলাইন ১-১ ছিল। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী, আবাহনী ও কিংসকে টাইব্রেকার যুদ্ধে নামতে হয়। সেই যুদ্ধে আবাহনীকে হারিয়ে শিরোপা উৎসব করে কিংস। আর আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহর পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান শ্রাবণ।

বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি ঠেকিয়ে মার্তিনেজের নাচ

সম্পর্কিত নিবন্ধ

  • গান-কবিতায় ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ
  • ২৩৮ বছরে কী পেল আর কী পেল না ময়মনসিংহ জেলা
  • শিক্ষক পদায়নে নীতিমালা লঙ্ঘন কোথাও বাড়তি, কোথাও ঘাটতি
  • হাড়ভাঙা পরিশ্রমে পুরুষের অর্ধেকের কম বেতন নারীর
  • ময়মনসিংহে সাহিত্য আড্ডার স্থানসহ নানা স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
  • ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দিল প্রশাসন, সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ
  • ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দিল প্রশাসন
  • কালীগঞ্জে একজনকে ‘পেরেক’ মেরে হত্যা 
  • যেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ
  • রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১