ময়মনসিংহে বিলের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
Published: 18th, March 2025 GMT
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের জমির মাটি কাটা নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামে গতকাল রাত ১০টার দিকে স্থানীয় মেহেদী হাসান ওরফে রাকিব (২৫) ও মো.
নিহত মেহেদী হাসান তললী গ্রামের মজিবুর রহমানের ছেলে। গুলিবিদ্ধ সাবিত একই গ্রামের রবিকুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত ইয়াসিন (৪০) সাদুয়া গ্রামের মৃত আমীর আলীর ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মো. ওয়াজ উদ্দিন বলেন, স্থানীয় জেডুপি বিল থেকে মাটি কাটতে চেয়েছিলেন ইয়াসিন। কিন্তু তাতে বাধা দেন মেহেদী হাসান। নিজের বাবার জমি থেকে মাটি কাটতে ইয়াসিনকে বাধা দিলে তিন মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে মেহেদী নিজেই বিলে থাকা নিজেদের জমির মাটি বিক্রি করেছিলেন। বিল থেকে মাটি কাটা নিয়ে গতকাল রাতে তললী পল্টনের মোড় এলাকায় মারামারি ও হত্যার ঘটনা ঘটে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মেহেদী হাসানদের জমি থেকে মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেহেদী ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।